রবীন্দ্রনাথ এই গান রচনা করেন ‘লচ্ছাসার বিলাবল’ রাগে যার সুর মূর্ছনা রাতের গভীরে বয়ে নিয়ে আসে এক মধুররস।
‘দো সাহা দেহদুখ দলনী করু দেবী দয়া’
যার মূল বন্দিস আমাদের আলিঙ্গন করে সব দুঃখ ভুলিয়ে
অনন্ত আনন্দের আস্বাদন পাই এই রাগে।
লাবণ্যময় হয়ে ওঠে দুঃখ।
যেন সুখ চাইতে চাইতে দুঃখ চাইতে আরম্ভ করে মন ।
চিনিয়ে দেয় দুঃখের মধ্যে আসলে ভালোলাগার মানে।
যেন পরম প্রাপ্তিতে কেঁদে ওঠে দুঃখে কাতর হৃদয়।
কেউ তো বলে গেছেন যে হিন্দু শাস্ত্রীয় সঙ্গীত যেমন দেয় প্রেমে পড়ার আশীর্বাদ তেমন তা আকুল প্রণয়ের এক নাগপাশে বেঁধেও ফেলে অচিরেই ।
আসন্ন সকল রজনী তে সেই স্বর সেই স্বরের সকলকিছু বিহ্বল করে তোলে প্রেম চাইতে থাকা মনকে ।
বাইরে থেকে মন বলে আমি চাই শ্রী কে। যে মনে আনবে মধুররজনী..