জন্ম- ১৯৬৭, বরানগর।
বর্তমানে দার্জিলিং জেলার মিরিক মহকুমার উপশাসক ও উপসমাহর্তা পদে আসীন।
চাকরীসূত্রে ও দৈনন্দিন কাজের অভিজ্ঞতায় মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত মানুষের সমস্যা সমাধানে তাঁর লেখনী সোচ্চার।
জেনেটিক্স ও মহা প্রাচীন ভারত
(যে লোক জেনেটিক্স আর ইতিহাস কিছুই জানে না, এটা তেমন লোকের কল্পনা বিলাস। রামগরুড়ের ছানাদের অপাঠ্য)
৯
সেই যে ব্রহ্মার চোখের জল থেকে ঋক্ষরজা নামে বানরের জন্মের কথা বলছিলাম, ব্রহ্মা তাকে নির্দেশ দিয়েছিলেন সুমেরু পর্বতের আশে পাশে ঘুরে ঘুরে ফল মূল খেতে।
তো সেই ঋক্ষরজা বানরটা তাই করছিল। হঠাৎ একটা সরোবর দেখে জলের ভিতর কি আছে ডিং মেরে দেখতে গেল ঋক্ষরজা। নেহাত কৌতূহল আর কি। জলে নিজের ছায়া দেখে বাঁদুরে বুদ্ধিতে ঋক্ষরজা ভাবল যে তার সমগোত্রীয় প্রাণী তাকে মুখ ভ্যাঙাচ্ছে। আর যায় কোথা। বাঁদুরে বুদ্ধিতে সরোবরের ছায়ার সাথেই লড়তে গেল ঋক্ষরজা। ওমা, যেই ঋক্ষরজা যেই জলে ঝাঁপ দিয়েছে, তখুনি এক অপরূপা সুন্দরী নারীতে রূপান্তরিত হয়ে গেল ঋক্ষরজা।