দৈনিক ধারাবাহিক উপন্যাসে মৃদুল শ্রীমানী (পর্ব – ২৬)
by
·
Published
· Updated
পর্ব – ২৬
১২৫
বাবা, আমি মজুরদের পয়সার হিসাব রাখি। ওদের হপ্তা দিয়ে সই করিয়ে নিই। আর দেখেছ হয় তো ওদের বাথরুম সারিয়ে দিয়েছি। রোজ সাফাই কাজের ব্যবস্থা করেছি। সপ্তাহে ওদের প্রত্যেককে একটা করে সাবান দিই। কাজ করে, স্নান করে পরিচ্ছন্ন হয়ে বাড়ি যাও। এটা তোমার সময়ে ছিল না বাবা। আর কারখানার মধ্যে বিড়ি খাওয়া বন্ধ। বাইরে খেলে কিছু বলি না। ফালতু লোক আসতে যেতে দিই না। কাজ করো। কাজের শেষে নিজেদের মধ্যে কথা বলো, ঠিক আছে, বাইরের লোক এসে গুলতানি করবে, তা হবে না। মাফিয়া রাম নারায়ণ এর লোক আগে বাধা পায় নি বলে নরম মাটি ঠাউরে ছিল। আমার প্রতিবাদ না করে উপায় ছিল না বাবা।