ভুলে যাওয়া পাসওয়ার্ড এর তালাশ
করতে করতে মগজের ভেজা ফ্রাই,
“ফরগট ইওর পাসওয়ার্ড” শব্দগুলি কে কিছুতেই পাশ কাটিয়ে যেতে পারিনা।
মগজের ভেতর কাটাকুটির খন্ডযুদ্ধ চলতে থাকে,
আর স্ক্রিন সেভারে ফুটে ওঠে টিউলিপ গার্ডেন।
একটা ধোঁয়া ওঠা ফোনকলে জানতে পারলাম,
কফিহাউসের সিঁড়িতে কেউ পাসওয়ার্ডটি কুড়িয়ে পেয়েছে,
‘আপনার ভাগ্য জানুন” নম্বরে ফোন করে জানতে পেরেছি–
অলরেডি গত রাতেই পাসওয়ার্ডটির চরিত্র হনন হয়েগেছে।
এবার একটা সতীলক্ষী পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে।
ঘটকালি করে এমন একজন লোকের সন্ধান দিতে পারেন?
যে একটি সতীলক্ষী পাসওয়ার্ড খুঁজে দিতে পারে।