দিব্যি কাব্যিতে গৌরাঙ্গ মিত্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
খুশিরা আকাশচারী
যা ইচ্ছে একটি পাল তোলা নৌকা পেলে ,
ফুরফুরে হওয়া গায়ে মেখে ,
ইচ্ছেনদীতে পাড়ি দেব।
এমনকী একটা ছোটো জেলেডিঙি পেলেই চলে যায়।
কিন্তু খুশির ,–সে তো স্থলচর নয় , জলচর নয় ,
তার নিদেনপক্ষে একটি আকাশ চাই।
তবে তোমাদের আকাশ আর খুশির আকাশ এক নয়।
তোমরা যে বল –স্কাই ইজ দ্য লিমিট ,
খুশির আকাশ ,সেই আকাশ নয়।
খুশির আকাশের দৈর্ঘ্য-প্রস্থ ক্ষেত্র ফল অনন্ত।
খুশির আকাশটিকে নীলাভ করে তোলার নীল রং ,
পৃথিবীর কোনো পেইন্ট এন্ড পিগমেন্টের দোকানে খুজেঁ পাবেন না।