কখনো তোমার প্রায়োরিটি হতে পারিনি। পারিনি থরথর আবেগের চূড়ায় থাকতে। পারিনি ধুলোবালি ভালোবাসার ভাগ পেতে।
কখনো তোমার প্রায়োরিটি হতে পারিনি।
তোমার জীবন কখনো রাস্তায় নেমে এসে আমার সাথে পথ হাঁটেনি। কোন শেডিউল বদলায়নি কোন ডেস্কের। শীত চলে গিয়ে বসন্ত এসেছে। আমার ই চাপে নেহাত তুমি চোখ তুলে দেখে নিয়েছ দুফোঁটা পলাশ। “আমার ই চাপে” উল্লেখ করতে ভোলোনি। ভুলে যেতে চেয়েছ কতগুলো পাহাড় ডিঙিয়ে আমি সবসময় পৌঁছে গেছি তোমার আগে।শিক্ষিত মানুষের চাপ অনেক। তাকে আবার সৌজন্য বশতঃ মাঝেমাঝে স্বীকার করতে হয় অন্যের কন্ট্রিবিউশন। তোমার সৌজন্যে উজ্জ্বল হয়েছি আমি। ভালোবাসায় স্থান পাইনি। তোমার প্রায়োরিটি হতে পারিনি।
আমি ভালোবাসা মানে বুঝেছি নদী, মাঠ, জল, মনকেমন করা মেঘ। বুঝেছি খোলা মাঠে শুয়ে জোনাকির টিপটিপ। বুঝেছি নিঃশ্বাসে অনুভব করা শ্বাসের উপস্থিতি, বুঝেছি আলো, থইথই প্রাণের উদ্ভাস।
তুমি ভালোবাসাটাই বোঝনি। বুঝেছ আস্থার নিরাপত্তাহীনতা, বুঝেছ কাঁধ ঝাঁকিয়ে চলে যাওয়া বাস্তবিকতার প্রকাশ। আমি বাস্তব বলতে পাগল করা মনকেমন বুঝেছি।
দিনশেষে বাস্তববুদ্ধি সম্পন্ন হওয়া হয়নি।
আমার নিজস্ব কিছু কান্না আছে।
বাস্তবের মাটি কতটা মরুভূমি তুমি বলতে পারো? আমার টলটলে জলটুকু নিয়ে গিয়ে দাঁড়াই তবে।