দিব্যি কাব্যিতে মন্দিরা ঘোষ
হে বন্ধু হে প্রিয়
বারান্দার নিস্তেজ আলো ছড়িয়ে পড়ছে
আমাদের বুকে পিঠে
এগোনোর কাছে হাঁটু ভেঙে গ্যাছে
মিছিলের
মাটিও গরীব এখন
সব অন্তর্ঘাত মেলে দিয়েছে মৃত্যুভয়
আমরা আর স্বাধীনতা চাই না
চাই না বিলাসী রঙের জনপদ
ভয় জড়িয়ে নিয়েছি স্নায়ুর অভিসারে
ক্রমশ সাদা হতে থাকা আঙুলে
মৃত্যুর ক্যাকোফনি
অন্তরীন আকাশে ঢুকে পড়েছে
স্যানিটাইজারের গন্ধ