দিব্যি কাব্যিতে পৃথা চট্টোপাধ্যায়
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নোনতা অবসাদ
একটা নোনতা অবসাদ
ঘিরে ধরছে ক্রমশ
মনের মধ্যে সর্পিল জনহীন দীর্ঘ পথ
অবহেলায় পড়ে থাকে
গলার কাছে এক দলা কফের কান্না
আটকে আছে বাহান্ন দিন ধরে
চারদিকের দেওয়াল এগিয়ে আসছে
লতাপাতার বিন্যাসে
আল্ টপকা নক্সিকাঁথার গল্প হচ্ছে মানুষ
দুটো বালিশের মাঝখানে
ক্রমশ বাড়ছে ফাঁক
টিভির পর্দায় অনর্গল রাশিচক্রে লোকটা আজও
ভাঙা মুখে বকে যাচ্ছে অনর্গল
নরম সকালে রোদফুল গায়ে মেখে ফড়িংএর ওড়াউড়ি দেখি
শতাব্দীর অভিশাপে চোরা স্রোত নামে
কবিতা এখন বড় ভারসাম্যহীন