• Uncategorized
  • 0

দিব্যি কাব্যিতে দীপশিখা চক্রবর্তী

ও প্রেম বাউলিয়া

ভোর জানালার বৃষ্টির সুখ,
নীল স্বপ্নের খাম;
ঘুম ঘুম চোখ, মেঘের চিঠি,
আঁকা বাউলের নাম।

নীরব সতেজ প্রেমের গানে,
রবীন্দ্র স্বরলিপি;
বুকের ভেতর চোরাবালিটুকু
না বুঝেই যেন মাপি।

নিঁখুত কাজল, ঢেড় মায়াবী,
ধোঁয়া ধোঁয়া প্রতিবিম্ব ;
ডুবে যাওয়া ওই কবিতার বুকে
আলোর হলুদ স্তম্ভ।

প্রতারক আজ কোলাহল সব
অজ্ঞাত রোদ-আশা;
ছন্দে ছন্দে বিছিয়ে রাখা
বনলতার ভালোবাসা।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।