দিব্যি কাব্যিতে তাজ সরদার
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
লালন মাস্টার
লস এঞ্জেলসের ফ্লাইটে পাশের সিটে চিফ সেক্রেটারি ফ্রাঙ্কলিন ওয়াশিংটন।
হেড ফোনে আর্মাডিউস মোৎসার্ট। ল্যাপটপ-স্ক্রীনে অক্সফোর্ডের লেকচারের প্রি-প্লান চলছে,,
একি, ফ্লাইটের মাঝ পথে লালন মাস্টার!
চুলের মুঠি ধরে চড় কসিয়ে দিল দুগালে।
গুরু গদাধর জড়িয়ে ধরে বললো,
“বাপ, মাস্টারের শাসনে নোক শিক্ষে হয়,,,”
“ও খোকা ওঠ,,,” মা ডাকে, “মাঠে পটলের ভুঁইতে
তোর আব্বু। ভাত-জল নিয়ে যা,,
দেখ,, সেই থেকে তোর ফোন বাজছে ,,”
“আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে,,,,”