দিব্যি কাব্যিতে আকাশ সাহা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
চিরাগ, দার্জিলিং আর ভয়ংকর অন্ধকার
দার্জিলিং এর বৌদ্ধ মন্দির থেকে ফিরে এসেছি
এখানে বহুদিন ধরে বরফ পড়ছে
কার্শিয়াং এর ছোট কটেজ থেকে ফিরে এসে নিজের ঘরে চলে যাই
জীবন যৌবন থেকে যে সুখ তুলে আনা যায় তা ভয়াবহভাবে ক্ষতি করে নিজের
সাবলীলভাবে চোরা শিকারীদের মতো চোখ নিয়ে আমি পাহাড়ে ফিরে আসি
কেনো আসি?
চিরাগ আমার পুরনো বন্ধু
যে সব দিন আমাদের কেটেছে বাঁধভাঙা উচ্ছাসে
আনন্দে আর গোলাপ বাগানের ভিতর অত্যন্ত আন্তরিক ছদ্মবেশে
সেসব কথাই মনে পড়ে আজ
পাহাড়ে সারাদিন বর্ষা, মাঝে সংকীর্ণ শীত, একা চলে আসি পথের বাঁক ধরে
খাম্পায় মোমোর দোকানে
আজ অজস্র বছর ধরে কোনো মানুষের জন্য আমার আর্তনাদ
আমার এই বারবার ফিরে আসা
ছোট কটেজের ভিতর ঢুকে যাই
শীত আর মনখারাপের ভিতর চিরাগের ছবি থেকে ভয়ংকর অন্ধকার দৌড়ে আসে
পাহাড় বরফে ঢাকা বহুদিন
রাস্তার গলিপথে খামারগুলোতে হঠাৎ আলো জ্বলে ওঠে
জীবন যৌবন থেকে যে সুখ তুলে আনা যায় তা ভয়াবহভাবে ক্ষতি করে নিজের।।।