• Uncategorized
  • 0

টেকটাচ টক – ১০০দিন: বিশেষ সংখ্যায় সোমা চট্টোপাধ্যায় রূপম

সাথে পাছে কিংবা একশ দিনে

একটা প্ল্যাটফর্ম। অনেকগুলো ট্রেন সারাদিন ধরে আসছে, চলেও যাচ্ছে। সাথে সাথে অনেক মানুষ ভিড় করছেন গোটা প্ল্যাটফর্মময়।কেউ প্রথম মাইনে তুলে প্ল্যান করে রাখা অনেক উপহার কিনে ফিরছেন তো কেউ প্রথম সন্তানের আগমন বার্তা নিয়ে ফিরছেন আবার কেউ হয়তো পরীক্ষা ফেলের রেজাল্ট বা চাকরির পরীক্ষার শেষ বয়সের ইন্টারভিউ দিয়ে ফিরছেন – এবার হয়তো হয়ে যাবে চাকরিটা। এরকমই কয়েকশো গল্প রোজ তৈরি হয় এক একটা স্টেশনে আবার সেগুলো ভেঙেও যায় কিন্তু প্রশ্নটা হলো কটা খাতায় লেখা হয়!
একটু অন্য ভাবে ভাবলে বলাই যায় অনেক গল্প তো লেখাও হয়। না না, রূপকথা নয় এই রোজকার রোজনামচার কথা। যেমন ধরা যেতে পারে সদ্য ব্রেকাপের তীব্র কষ্ট কিংবা প্রথম কলেজে যাওয়ার উন্মাদনা!
ঠিক এরকমই কি হবে বা হবে না, এসব ভেবেই কয়েকজন মিলে যেরকম ভজনদা , ঋষি দা আর আরও কয়েক জন মিলে তৈরি করে ফেললেন টেক টাচ টক নামের একটি প্ল্যাটফর্ম।
কী হয় সেখানে?
না সেরকম কিছুই না প্রধানত শব্দ নিয়ে কাটাছেঁড়া আর অমূলত আরও অনেক কিছু। যেমন ধরুন রান্না থেকে বিউটি টিপস, হাঁড়ির খবর থেকে বিভিন্ন শিল্পকর্ম বলা যেতে পারে সংস্কৃতি মনস্ক মানুষদের জন্য প্রায় গোটা ব্রহ্মাণ্ডই পাওয়া যাবে এখানে। তবে আমি এত বকছি কেন এসব নিয়ে?
তারও কারণ আছে বস্। টেক টাচ টকের পথ চলার একশ তম দিন। সেলিব্রেশন তো বানতা হ্যায় না!
কীভাবে করব সেলিব্রেট? প্রথমে শ্রীবৃদ্ধি কামনা করি তারপর করব স্মৃতিচারণ মোটামুটি সব বাঙালিই এটা করতে ভালোবাসেন।
আমার টেক টাচ টকে আসা আমারই এক অত্যন্ত প্রিয় বন্ধুর হাত ধরে। শাল্যদানী রূপম।হ্যাঁ হ্যাঁ, শাল্যদানী রূপম মানে সাহিত্য Droomএর সম্পাদনা র দায়িত্বে রয়েছেন আর চুটিয়ে এবং গুছিয়ে সম্পাদনা টা করে চলেছেন। আস্তে আস্তে পাঠক মহলে এবং সমালোচক মহলে এবং নিন্দুক মহলেও সাহিত্য DROOM বেশ চর্চিত হল এর গুনমান ও ধারাবাহিকতার জন্য সেটা কবি সৌরভ বর্ধন বা সংবাদদাতা অমর্ত্য বিশ্বাস হোক কিংবা রূপচর্চা বিশেষজ্ঞা নন্দিনী হোক কিংবা বহুচর্চিত ফার্স্টস্টপ হোক যেখানে কলম থুড়ি স্ক্রিনটাচ ফোনের কিবোর্ড ধরেন শাল্যদানীই।এরকমই আরও কয়েক জন রয়েছেন যাঁরা সারা সপ্তাহ ধরে নতুন নতুন কবিতা,গল্প,প্রবন্ধ থেকে শুরু করে শব্দের পোস্টমর্টেম করে চলেছেন যা এখন ভীষণ প্রাসঙ্গিক এবং পোস্টমর্ডান ও।যেরকম একটা বীজকে মাটি জল দিয়ে অনেক যত্নে বড় করা হয় ঠিক সেরকমই এই শব্দকর্মীরা নিঃশব্দেই আলোড়ন তুলে চলেছেন এই ওয়েবজিনের মাধ্যমে।এটাকে অন্তত আমি নতুন রেনেসঁ এর দিকে একপা বাড়ানো ই মনে করি। নতুন রা যেভাবে নিজেদের চিন্তনের অঙ্গিক তুলে ধরতে পারছেন তার প্রশংসা করতেই হয়। প্রচুর নতুন লেখা পড়তে পারছি এই তো অনেক। যাই হোক বলতে গেলে শেষ হবে না তাই এখানেই বলি “শেষ হয়েও হইল না শেষ”…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।