একটু একটু করে মানুষকে ধরিয়ে দিচ্ছে অমূল্য বাতাস
যা অক্ষরের মাধুর্য নিয়ে রঙিন ফলক
এখানে কোন গোপন শরীর নেই
শুধু প্রকাশিত হয় বর্ণের রঙিন শরীর।
এভাবে যেতে যেতে পার হল শত শত প্রহর
অন্বেষণের মৃদু আলোয় ঘটমান
সাহিত্যের অবগাহন।
এ-যেন উত্তরসূরী হবার দুরন্ত প্রচেষ্টা
যারা তুলে ধরে সাহিত্যভাবনার টাটকা জীবন
তাদের অন্যতম প্রতীক এই শতদিন পেরনো ব্লগ
সহস্র জীবন চলুক আদরনীয় Tech Touch টক।