টেকটাচ টক – ১০০দিন: বিশেষ সংখ্যায় রবীন বসু
প্রত্যাশা : টেকটাচ টক
সারাদিন ঘুরিফিরি, পড়ে নিই ভাই
টেকটাচ টক নামে অনলাইন পাই।
গল্প কবিতা যত আর চিন্তা-ভাবনা
সাম্প্রতিক বিষয় থেকে যম-যন্ত্রণা।
এত প্রিয় তাই কেন সাহিত্যের ভোজ
অজানা কবিকে পড়ি সপ্তাহান্তে রোজ।
বিতর্ক বিভ্রম আছে সামাজিক পালা
কোথাও কোথাও কার ধরে গায়ে জ্বালা।
বিবেক-দংশিত লেখা সম্পাদকীয় পাই
পড়ে ফেলে মাঝরাতে ঘুমুতে যে যাই।
ঘুম ভেঙে জেগে উঠে চাই ইতিউতি
শতদিন পার হল টেকটাচ টক দেখি।
এবার তো নতুন দিন বেশি বেশি আশা
ভজন দত্ত মহাশয়, অনেক প্রত্যাশা।।