• Uncategorized
  • 0

জীবনের খেলা সাঙ্গ হলে, মৃত্যুই আমাদের আবহমান কালের দোসর। তবুও…

“Chitrangada is conditioned to be a man,
That’s how she’s been brought up”

বাংলা চলচিত্র জগৎ এ এক অতুলনীয় প্রতিভার নাম হলো ঋতুপর্ণ ঘোষ। তাঁর প্রত্যেকটা সৃষ্টি হলো অমৃতের সমান।

তিনি বাঙালি-আবেগে দীপ্ত , বাঙালির ছুঁতে চাওয়ার মুহূর্ত…

জীবনের চলার পথের প্রত্যেকটা না বলা কথা যেন ছুঁয়ে যেত তার ছায়াছবিগুলোতে। কখনো ‘আবহমান’-এর স্রোতে ভাসা তো কখনো ‘চিত্রাঙ্গদা’ তে ভিন্ন প্রেমের স্বাদ আহরণ করা। তাঁর সৃষ্টি তে সিক্ত হয় নি এমন মানুষ কমই আছে।
আকাশের তারা খসার মতো সে এসেছিল। জীবনের প্রতিটা মুহূর্ত আলোকিত করতে , প্রতিটা মুহূর্তের দাম বোঝাতে। এসেছিল এক দৃষ্টান্ত স্বরূপ। আকাশের তারাদের যেমন ছোঁয়া যায় না তাঁকেও কোনো দিন ছোঁয়া যায় নি। সেই বারেবারেই আলোকিত করে গেছে তাঁর আলো দিয়ে। তাঁর মৃত্যু দিবস এ আজ আবারও ভিজবে সৃষ্টি ,ভিজবে মনের-চোখ। শুধু এই আশায় যদি বা কখনো তারা আবার খসে।
তাই–
“আমাদের মরে যাওয়া ,চলে যাওয়া ,ছেড়ে যাওয়া সব এক।
শুধু থেকে যাওয়া টা আলাদা ,ওটা শিল্পীরা পারে”।

-লিখেছেন প্রজ্ঞা

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।