• Uncategorized
  • 0

জন্মদিনে শ্রদ্ধা

শ্রীশ্রী মা সারদা

“যদি শান্তি চাও, মা, কারো দোষ দেখো না। দোষ দেখবে নিজের। জগৎকে আপনার ক’রে নিতে শেখ, কেউ পর নয়, মা; জগৎ তোমার।”
বাঁকুড়া জেলার জয়রামবাটিতে জন্মেছিলেন সারদামণি মুখোপাধ্যায়। আজ তাঁর ১৬৭তম জন্মতিথি।
উইকিপিডিয়া বলছে, তাঁর জন্মদিন ২২ ডিসেম্বর ১৮৫৩।১৯২০-র ২০ জুলাই ৬৬ বছর বয়সে তিনি প্রয়াত হন।
জন্মতিথিতে তাঁকে টেকটাচ টক টিমের সশ্রদ্ধ প্রণাম।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।