জন্মদিনে শ্রদ্ধা- দন কিহোতে
তখন তার নাম জানতাম “ডন কুইকজো়ট”। আধপাগলা লড়াই খ্যাপা লোকটা। ওই নামটা আরো অনেক লেখায় পেয়েছি। কুইকজো়ট আর খ্যাপামি যেন ওতপ্রোতভাবে জড়িত। তারপর তো স্প্যানিশ ভাষার উচ্চারণ কানে এক আধটু ঢুকলো। ডন কুইকজো়ট হলেন “দন কিহোতে”।
গল্পটা লিখেছিলেন মিগুয়েল দ্য সারভানতেস সাভেদ্রা। বইটির নাম “দি ইনজিনিয়াস হিদালগো দন কিহোতে দে লা মাঞ্চা”।
হিদালগো মানে ভদ্রলোক।
বইটা প্রকাশিত হয়েছিল ১৬০৫ সালের ষোল জানুয়ারি তারিখে। একশো চল্লিশটা ভাষা ও উপভাষায় তা অনূদিত হয়। বাইবেল বাদে আর খুব বেশি বইয়ের অতো অনুবাদ হয়নি।
লেখক মিগুয়েল জন্মেছিলেন ১৫৪৭ সালের আজকের দিনে। ঊনত্রিশ সেপ্টেম্বর। আর মারা যান ১৬১৬ সালের বাইশে এপ্রিল।
লেখা- মৃদুল শ্রীমানী