অহেতুক চিন্তাগ্রস্ত হওয়ার প্রবনতা আমাদের সকলেরই রয়েছে। তা অনেকসময়ই অনিশ্চয়তা থেকে এসে, কপালের ভাঁজে শেষ হয়। এই অনিশ্চয়তার বাবা হল আশা আর মা হল পূর্বপরিকল্পনা । এই দুইজনের ভিমরতি ধরলেই হয়ে গেল। অন্তরে গেল গেল রব ; আত্মহননের ভাবনা। এপ্রজন্ম বড়োই পলকা।
কেন কখনো ভেবেছেন ? বেশিরভাগ পরিবারেই কনিষ্ঠতম প্রজন্মে সদস্য সংখ্যা কম, তাই আদর, আশা, একাকীত্ব – সবেরই পরিমাণটা বেশি। সবাই সব পেরে উঠি না, ব্যর্থতারও অভ্যাসও তো করা হয়নি , আর জীবনেরও কোন বৃহত্তর আনন্দের সন্ধানও কখনো করা হয়ে ওঠেনি। তাই একঘেয়েমি, উদাসীনতা কি করে সামলায়, সে বিষয়ে কোনও ধারণাই নেই। তাই আমরা কি আর করবো, সাময়িক বা পাকাপাকি ভাবে পালাতে চাই।