আধখাওয়া আপেল সাম্রাজ্যের ক্ষয়িষ্ণু ছবি
কবিতা চায়
শব্দের জামা খোঁজে
শব্দ নয় ফ্যালিওপিয়ান টিউব নিঃসৃত ডিম্বানু
নিষিক্তের নিষ্প্রয়োজনে শব্দ শুক্রাণু
গলিঘুঁজি খুঁড়ে মরে অসহায় মাথা কিছু
তবে কবিতাই হোক
বা শব্দের যাদু হিম ভয়ংকর
রাত্রির গা বেয়ে প্রতিলিপি চাঁদ
চাঁদের বাঁশিতে ভেসে যায় জল
আজ জলসীমানার মুগ্ধতা
তোমার খোয়াবি চোখের কাজলে
খসে খসে পড়ে কি বিপুল আস্তরণে
সোনালি ক্ষেত ছুঁয়ে আছে স্বপ্ন আধিভৌতিক
খিদেদের বিবর্ণ ভূত কি বিপুল মধ্যের চরে
কাংলাস গাছ প্রাচীন ধনেশ পাখীর আশ্রয়
ঐ প্রাজ্ঞ ঠোঁট কথা বলে মূক আর স্থবির
বিষুবরেখার যে পাশ দিয়ে উড়ে যায় কাছিম
তার ঘন অন্ধকারে মৃত্যুর ক্রোধ
একপাশে সময়
পাহাড়ের নিস্তব্ধ গভীর রাতে মৃত্যু উপত্যকা
চোখে চোখে চোখাচুখি বাড়ে
ঈশ্বর বলে বোধটাই বড্ডো খাটো হয়ে আসে আজকাল গভীর অন্ধকারে
আমাদের কুটিরের কাছে জ্বলজ্বলে নেমে আসে
প্রতিলিপি চাঁদ
আমাদের শব্দের জামা আমাদের অসহায় হাত
কবিতাই খুঁজে বিষুবরেখার বিস্তীর্ণ এপারে…