ভ্যালেন্টাইনস ডেতে স্কুলে বাবা-মাকে পুজো করতে হবে,এই মর্মে নির্দেশিকা জারি করেছে গুজরাটের সুরাটের শিক্ষা দপ্তর।অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে, পিতৃ-মাতৃ পূজন দিবস।
সুরাটের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, এখন যুব সম্প্রদায় ভ্যালেন্টাইন্স ডে পালনের নামে এমন কিছু জিনিস করে যা ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে যায় না।ছোট থেকে সঠিক শিক্ষা দিতে ও ভারতের সংস্কৃতিকে রক্ষা করতে ওইদিন মা-বাবার পুজো করতে হবে,তবেই সঠিক বার্তা দেওয়া যাবে।ওই নির্দেশিকায় আরো বলা হয়েছে, স্কুলগুলোকে এই অনুষ্ঠানের দায়িত্ব নিতে হবে। এমনকি ১৪ তারিখ এই অনুষ্ঠানের ছবিও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলোকে।নির্দেশিকায় বলা হয়েছে, সব অভিভাবকরা উপস্থিত না থাকতে পারলেও বিভিন্ন ধর্ম ও জাতের অভিভাবক-অভিভাবিকা উপস্থিত করতে হবে। এছাড়াও অতিথি হিসেবে শিক্ষা সংসদের সদস্য ও শহরের অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত থাকবেন এই অনুষ্ঠানে।কিভাবে পালন হবে অনুষ্ঠান, সে সম্পর্কে শিক্ষা দপ্তর জানিয়েছে, ভারতীয় সংস্কৃতি অনুযায়ী তিলকফুলের মালা দিয়ে মা-বাবাদের পুজো করতে হবে।এরপর হাত জোর করে বাবা-মায়ের চারদিকে ঘুরতে হবে শিক্ষার্থীদের।তারপর তাদের উদ্দেশে ভোগ নিবেদনও করতে হবে।