শান্তি বজায় রাখুন
পশ্চিমবঙ্গের যে ছয়টি জেলায় ইন্টারনেট বন্ধ করা হয়েছে,সেখানে আমাদের যে সকল পাঠক আছেন তাদের জানাচ্ছি বিচলিত হবেন না। পরে নেটওয়ার্ক পেলে পত্রিকা পড়বেন। আপাতত
শান্তি বজায় রাখুন। গুজব ছড়াবেন না। প্রতিবাদের নামে অনর্থক অশান্তি ছড়াবেন না।সাধারণ মানুষকে কষ্ট দিয়ে,জনগণের সম্পত্তি নষ্ট করে, গণপরিবহন ব্যবস্থা ধ্বংস করে আন্দোলনর নামে উন্মত্ততা বন্ধ হোক।
বিনীত
ভজন দত্ত
মুখ্য সম্পাদক
টেকটাচ টক