গুচ্ছ কবিতা সঞ্চিতা কর
by
·
Published
· Updated
বৈশাখী প্রেমের কবিতা
সেদিন ভোররাতে,
বৈশাখী ঝড়ের হাতে
কোনো চিরকুট তুমি
পাঠিয়েছিলে কি?
আচমকা ঘুম ভাঙ্গলো
দোয়েলটা যেই গান ধরলো,
তোমার চোখেতেও স্বপ্ন ছিল কি?
ছাইরঙা আকাশ – ক্যানভাসে
ফুলে ভরা শিরীষ মুচকি হাসে।
আলোর আদর গায়ে মেখেছিলো কি?
মন খুশী – হঠাৎ অপার
দমকা হাওয়া – এলো পাথার
দূরে থেকেও পাশেই ছিলে কি?
ছুঁয়ে
দূর থেকে দূরে ,
আরো দূরে যদি যাও,
ছুঁয়ে রেখো মনে মনে।
অভিমান ভরা সুর, কথা থাক্,
পৃথিবীর কোণে কোণে।
একদিন ঠিকই হাসবে শিশুরা,
আগামীর গান গাইবেই যারা,
পথের দুধারে রাখা ছড়িয়ে,
তোমার -আমার সুর কুড়িয়ে,
চলবেই ওরা বিশ্ব ছাড়িয়ে
মহাবিশ্বের দিকে।
তুমি বা আমি নাইবা রইলাম
জীবনের গান শুধু রেখে গেলাম।
কবিতার খাতা আকাশে উড়িয়ে,
যে ভালোবাসা দিলাম সাজিয়ে,
একদিন ঠিক বৃষ্টি হয়ে,
পড়বেই তারা ছড়িয়ে।।