পেশা অধ্যাপনা। দমদম মতিঝিল কলেজে হিউম্যান ডেভেলপমেন্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে তিনি কর্মরত। তাঁর প্রথম প্রকাশিত বই 'যুবসমাজ ও মূল্যবোধ', বঙ্গীয় সাহিত্য সংসদ (২০১৫)। ২০১৭ সালে উদ্দালক পাবলিশিং হাউস থেকে প্রকাশিত 'Human Development: Special Reference to India'। ২০১৯-এ প্রথম উপন্যাস 'A Novel to the Novelist' প্রকাশিত হয় সপ্তর্ষি প্রকাশন থেকে। তাছাড়াও দেশ-বিদেশের বহু জার্নালে নিয়মিত গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়ে চলেছে। লেখিকা রিহ্যাবিলিটেশন সাইকোলজিস্ট হিসাবেও স্বতন্ত্রভাবে কাজে ও গবেষণায় যুক্ত। বই এবং পশু-পাখি তার সঙ্গী ও ভালোবাসা।
১।
বসন্তের শেষদিনে একটু একটু
সবুজের ভিড়ে সাদা ঘোড়া আর
নীল আকাশ জুড়ে একটাই মেঘ
মুখ গোমড়া থমথমে
এক পশলা রোদ
এক চুমুক হাসি
সাজানো জুঁইগাছে জড়ানো
সবুজ আদর চোখ বুজে
একটু দূরে ট্রামলাইনে কবি
কালো আঁচল উড়িয়ে কুয়াশা
গজগামিনী গঙ্গা বক্ষে ঢেউ
আর উদাস গোধূলি পরবাসে
২।
তো বর্ষা এলো?
পৃথিবীর বুকে গভীর ক্ষতের মতো, বর্ষা এলো?
বর্ষা এলো?
প্রেম এলো দামাল উন্মত্ত, তো বর্ষা এলো?
শঙ্খচিলের স্নান কি শেষ হলো? তাহলে বর্ষা এলো?
নাবিক হঠাৎ দিক হারালো কি? তো এবার বর্ষা এলো?
গ্রীষ্মের পাতা শূন্যে অপেক্ষায়, গলা কাঠ এক প্রশ্ন ছুঁড়ে দিলো…
এবার কি তবে বর্ষা এলো?
৩।
এক একটা হিমযুগ
এক একটা ভাঙচুর রাত
এক এক মুঠো বৃষ্টি আর
ত্রয়োদশী চাঁদের ঢাল বেয়ে
তোমার ঠোঁট
পিছিয়ে পড়া গলি
সোঁদা গন্ধের ঘাম
অন্ধ কানাই আর
মনকেমনের অমানিশায় কালো
তোমার চোখ
খামবন্দী ভুল ঠিকানা
ছেঁড়া তারের ঝলকে রোশনাই
এক একটা জানলার কাচের
সেলামি মাফিক তোমায় ছোঁব
শেষ বসন্তে কথা দিলাম