কবিতায় সৌমিত্র চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সুচেতনা
বেলুন ছুঁড়েছ প্রেমে অপ্রেমে
প্রেম কি বুঝেছ ছককাটা গেম এ
তোমার ভালো-বাসার নাটকে
মনুষ্যত্ব ডোবে ড্রেনে নেমে।
ঝুলে নেমে গেছে মুখের চামড়া
একখান চোখ শুকনো আমড়া
পোড়া সময় গলায় শরীরে
উল্লাস কর প্রেমিক দামড়া!
বলিউড দেখো টলিউড দেখো
বাংলা বিলিতি সন্ধ্যেয় চাখো
পকেটে পুষেছ মারণ অ্যাসিড
নরক গন্ধ তুমি গায়ে মাখো।
আজ যাকে বলো,”তুম মেরে জান”
তাকেই করাও মৃত্যুর স্নান
তোমার ও প্রেম খুনি কালো নেশা
ভালোবাসা নয় শয়তানি দান।
ভালো যে বেসেছে সে তো ভালো চায়
প্রেম নয় তার দিনের কামাই
যদি চলে যায় ভালোবাসাজন
সত্যি প্রেমিক ভালো চেয়ে যায়।
হুইল চেয়ারে বসেছে যে জন
সালফিউরিক নাইট্রিক মন
রোমিও গিফট এ জড়ভরত
তোমার লজ্জা সে আমার বোন।