• Uncategorized
  • 0

গুচ্ছ কবিতায় সুকান্ত ঘোষাল

পত্রকাব্য – ১

শ্রী শ্রী গণেশায় নমঃ

যখনই বাজার থেকে ফিরি
এটা প্রমাণ করার জন্য আমার কাছে
পাওয়া যায়
– তাজা সবজির গায়ে লেগে থাকা আঠা,
– কিছু জং-ধরা কয়েন, আর
– কচি ঢ্যাঁড়শের সঙ্গে ভুলে চলে আসা
কাঁচালঙ্কা।
অথচ আমাকে ব্যাগ খুলে দেখাতে হয়
অত্যাধিক দামের কারণে
– যা আমি ক্রয় করতে পারিনি

পত্রকাব্য – ২

শ্রী শ্রী গণেশায় নমঃ
আমার চারজন বন্ধুর আলোচনা থেকে
জানতে পারলাম
– আমি সহজ নই।
– আমি কোনো কিছু গোপন করতে পারি না।
– আমাকে ওরা কখনও মনের মতো করে
বসিয়ে রাখতে পারে না কোনো পিচ্ছিল ঢালে।
এ নিয়ে ভোটাভুটির ফল আমার পক্ষে-বিপক্ষে
যা-যা হতে পারে,
০ – ৪
১ – ৩
২ – ২
৩ – ১
৪ – ০
এবং পছন্দের বিকল্পটি পাওয়ার জন্য অনেকটা
নীচের দিকে নামতে হয়

পত্রকাব্য – ৩

শ্রী শ্রী গণেশায় নমঃ
কখনো-কখনো এমন আশ্চর্যও ঘটে।
লম্বা লোহার হাতল আঁকড়ে ধরে
একটা খাঁ-খাঁ বাসের উপর উঠে
আমি চলে যাই।
পুরো শহর চক্কর দিয়ে এসে প্রমাণ করি
আমিও বিজয়ী হতে পারি।
– একটা টিকিট নিয়ে, দুজনে দেখিয়ে
– বেঁচে যাওয়ার মতো
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।