এই আমার চোখ মুখ নিগূঢ় আয়ু পরমায়ু
দুপুরের আতপস্নান,প্রাত্যহিক শব্দজব্দ পূরণ
জবাকুসুমসঙ্কাশ ভীত চোখে আগুনে কাঁচফল
এই তোমার জলধৌতি,অনাদি শবাসন অভ্যাস।
এই তোমার জলের আলপনা যৌন জীবন
দ্বিপ্রাহরিক ডাল ভাতঘুম,সঞ্চয়িতা উপাধান
এই তো আমি বহু বল্লভ জল পিঁপিঁর ঝাঁক
এই আমার জতুগৃহ ,তূণীর কিংবা মুমূর্ষ বদ্বীপ।
চাঁদের জিরাফ
টলমলে চাঁদকে তুলে আনে জিরাফ সমেত
ছাতুর মতো মিশে যায় কৈশিক জলে আলোর গুঁড়ো
গোরুর গাড়ি যাবার জ্যৈষ্ঠ মেঠো পথের মতো;
সাদা সাদা মসৃণ বেলেমাটির মতো এক এক যাত্রায়
উড়ে গিয়ে উলুবনে মুক্তো ছড়ায়।