• Uncategorized
  • 0

গুচ্ছকবিতামূলে রতন বসাক

১। মা’র জীবন

স্বামী সন্তান সবার জন্যই
মা’য়ের চিন্তা থাকে,
বাবাকে কাজ করতে যেতে
সকাল হলেই ডাকে ।
সারাটা দিন মনটা কাজে
রেখেই চলা ফেরা,
জ্ঞানী বলেন মা’য়ের সেবা
সবার থেকে সেরা ।
মুখটি বুঝেই দুঃখ সহে
বলে নাতো কভু,
কষ্ট পেলে দেখা যাবে
হাসি মুখে তবু ।
সবার খাওয়া হলে পরেই
বাঁচলে সেটা খাবে,
দিনের শেষে একটু আরাম
করতে ঘরে যাবে ।
তাইতো ভাবি মা’র জীবনটা
কষ্ট দিয়েই গড়া,
তাঁর সেবাটা করতে পারলে
ধন্য আমার করা ।

২। ন্যায় পথে

বিপদ কভু আসতে পরে
ভয় পেওনা ভাই,
যিনি পাঠান তিনি থাকেন
সবার মাঝে তাই ।
সাহস করে মনের জোরে
পড়ুক যতো বাজ,
কঠিন মনে এগিয়ে যাবে
করতে ভাল কাজ ।
আশার আলো রাখবে ধরে
উঁচু করেই মুখ,
অনেক বাধা পেরিয়ে পেলে
লাগে ভীষণ সুখ ।
মনটা দৃঢ় রাখেন যিনি
বিজয়ী তিনি হন,
সত্য পথ বড় কঠিন
জ্ঞানী মানুষ কন ।
ন্যায় পথে চলতে থাকো
হৃদয়ে রেখে বল,
খুশি হয়েই প্রভু দেবেন
তোমায় তার ফল ।

৩। তোমায় মানায়

লেখা গুলো পড়ার সময়
চোখে ভাসে ছবি,
তোমার সৃষ্টি প্রমাণ করে
তুমিই বিশ্ব কবি ।
জন্ম দিনে শ্রদ্ধার সাথেই
প্রণাম জানাই আমি,
সারা বিশ্বে দেখতে পাচ্ছি
আজও ভীষণ দামী ।
যতোই পড়ি ততোই শিখি
তোমার লেখা বাণী,
ভালোবাসায় জুড়লে ধরা
সেই কথাটা মানি ।
সাহিত্যটা নিজের থেকেই
করলে তুমি শুরু,
তোমার নামের আগে শুধু
মানায় কবি গুরু ।
সারা জগৎ আছে এখন
ভয়টা নিয়ে প্রাণে,
সবার মনে জাগুক আশা
তোমার সৃষ্টির ঘ্রাণে ।

৪। স্বপ্ন ভঙ্গ

কতো কষ্টের ফসলগুলো
মাঠে ফলে আছে,
কৃষকরা সব দেখবে বলে
চলে যাচ্ছে কাছে ।
নয়ন ভরে দেখে তাদের
খুশির ঝলক মুখে,
স্বপ্ন সবাই আঁকছে মনে
থাকবো কিছু সুখে ।
ছেলে মেয়ে বউকে নিয়ে
যাবো কোথাও দূরে,
খরচা করেই তীর্থ ক্ষেত্রে
আসবো একটু ঘুরে ।
হঠাৎ করেই লক ডাউনে
ফসল কাটা মানা,
মাথায় হাতটা দিয়ে ভাবে
ছিল নাতো জানা !
রোদ বৃষ্টিতে ফসলগুলো
মাঠেই হলো নষ্ট,
ওদের দশা দেখে আমার
লাগে ভারী কষ্ট ।

৫। অমূল্য সৃষ্টি

সাহিত্য নিয়ে করলে এমন
সবার জন্য শুরু,
বিশ্বে প্রমাণ হয়ে গেল তুমি
সব কবিদের গুরু ।
তোমার লেখায় আছে যত কিছু
পড়ার পরেই পাই,
এমন জিনিস আমরা সবাই
মনের থেকেই চাই ।
গল্প কবিতা ছড়াগুলো যতো
পড়ি ততো লাগে ভালো,
বুঝতে পারলে লেখাগুলো সব
মনেতে জ্বলে আলো ।
তোমার লেখাই আজও শেখায়
মানব মনের প্রেম,
বিশ্বে সবাই তোমার সৃষ্টি
সব করে রাখে ফ্রেম ।
বাণীগুলো সব সমাজটাতেই
প্রয়োজন আছে আজ,
সবাই পড়ার পরে যদি মানে
সেটা হবে বড় কাজ ।

৬। কাদের জন্য

লক ডাউনে ঘরে থেকে
ওরা হলো বোর,
মদের বিক্রি খুলে গেলে
লেগে গেল হোড় ।
একটু ছাড়া পেতেই দেখো
বোঝা গেল সব,
কিনতে যাচ্ছে মদের ঠেকে
করে দারুণ রব !
মিছেই কাঁদে সবার সামনে
খাদ্য কিছুই নাই,
রেশন পরে নেশার জিনিস
আগে ওদের চাই ।
রোদ বৃষ্টিতে লাইন দিয়েই
নিচ্ছে দামী মদ,
জিগাই আমি সবার কাছে
নয় কি ওরা বদ ?
কাদের জন্য ভাবে সরকার
সবাই দেখো ভাই,
আমরা যেটা চাইছি এখন
সেসব কোথা পাই ?
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *