• Uncategorized
  • 0

গল্পে রতন বসাক

ঝড়কে কঠিন মনে সাহসের সঙ্গে মোকাবিলা করতে হয় ।

” ঝড় ” কথাটা শুনলেই আমাদের মনে একটা তুমুল ধ্বংসকারী কিছু একটার ছবি চোখের সামনে ভেসে ওঠে । ব্যাপারটা বেশ কিছু বড় একটা আমূল পরিবর্তন করে দেয় আমাদের জীবনে । অনেক, অনেক ক্ষতির সম্ভাবনা থাকে এই ঝড়ে । মানুষ প্রকৃতির হাতে অসহায় হয়ে পড়ে শুধুমাত্র দুর্বিষহ সময় গুনতে থাকে সেই সময় ।
কিছুকাল আগেও আমরা ঝড়ের পূর্বাভাস ঠিকমতো পেতাম না । কিন্তু আজকের যুগে বিজ্ঞানের উন্নতির সাথে সাথে আমরা ঝড়ের পূর্বাভাস অনেক আগেই পেয়ে যাই । সেই কারণেই ঝড়ের ধ্বংসের পরিমাণ আমরা অনেকটাই কমাতে পেরেছি আজকে । প্রত্যেক বছরই অনেক ঝড় আসে । বড় বড় ঝড় গুলোকে প্রতি বছর এক একটা দেশ এক এক নতুন নাম দিয়ে থাকে । তাকে ইতিহাসের পাতায় মনে রাখার জন্য ভবিষ্যতে ।
প্রাকৃতিক নানা কারণেই ঝড় এসে থাকে তাকে আমরা আটকাতে পারি না কিংবা সৃষ্টিও করতে পারি না এই জগতে । ঝড়ে ধ্বংসের পরিমাণটাই বেশি হয় । তবে এর কিছুটা ভালোর দিকও আছে । পুরনো যা কিছু ধুয়ে-মুছে উড়িয়ে বিলীন করে দেয় । নতুন করে আবার সৃষ্টির সূচনা করে দেয় । ঝড় আমাদের নতুন করে বাধা বিপত্তিতে কিভাবে বাঁচতে হবে তাও শিখিয়ে দেয় ।
প্রকৃতির মতোও মানুষের জীবন পথে চলার সময় অনেক ঝড় আসে । সেই ঝড়ে আমরা অনেকেই অসহায় হয়ে নিজেকে ধ্বংস করে দিই । আবার অনেকে সাহসিকতার সঙ্গে সামনা করে ঝড়ের মোকাবিলা করে জীবনকে নতুনভাবে গড়ে নেয় । বাধা-বিঘ্ন ঝড়-ঝঞ্জা এগুলো জীবনেরই একটা অঙ্গ বলা যায় । তার থেকে আমরা মনটাকে আরো কঠিন করে সাহস ভরে নিয়ে আগামীতে চলতে শিখি ।
প্রাকৃতিক ঝড়ে সমাজের দুর্বল, দরিদ্র ও নিঃস্ব মানুষদের যেমন অনেক অনেক ক্ষতি হয়ে যায় । ঠিক তেমন দুর্বল মনের মানুষরা জীবন পথে চলার সময় নিজেকে সেই ঝড়ের থেকে সামলাতে পারে না । জীবন পথটা একটা সহজ কথা নয় । জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রাকৃতিক ও মানসিক অনেক ঝড়-ঝঞ্ঝা আমাদের জীবন দিয়ে বয়ে চলে যাবে । তাকে আমরা কঠিন মনে সাহসের সাথে মোকাবিলা করতে পারলে, তবেই জীবন যুদ্ধে জয়ী হবো আগামীতে ।
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *