গদ্যকবিতায় গৌতম বাড়ই
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
লাটপান্ছার: আমার অনন্ত প্রেম
লাটপান্ছারের দুরন্ত আর মায়াবীয় মনোরম
ভরাবর্ষায় অপরূপ শরত
ওর বুকেতে ডুব।খাড়া খাড়া উঠে যাওয়া।
বর্ষায় ভালোবাসা মরণ মূহুর্ত যেকোনও
পল ক্ষণ।
সবুজ জঙ্গল ওপরে নীচে চতুর্দিক।
এখানের উনি কানে কানে কথা বলেন–
ভিড়ের দঙ্গলে কি লাভ শুনি!জেলোসিল
পাকস্থলীতে কি ভিড় খাওয়া সহ্য হয়?
হ্যাঁ, অহলদাঁড়ায় আমার প্রথম সূর্যোদয় প্রেম।
বর্ষার ভেজা নির্মল কালো কাঠবেড়ালী
পাঁচ হাজার ফুটের স্নিগ্ধ সিক্ত শৈল শিখরে
সবুজের বাহারী দেশ।
নীলকন্ঠের চকিত ঘুরনী লীফবার্ড হর্নবিল
ঝোলীবস্তির বক্র অসমান্তরাল পথ।
ঘন ঘন সবুজের ছাতা দৃষ্টিতলে।
আদিম চাঁদের স্নেহমাখা আলো কখনো বা বর্ষার মেঘে ছায়া ছায়া পাঁচ হাজার ওপরে
এ পৃথিবীর।পাখীদের দেশে দুহাত তুলে আশীর্বাদ।তোদের জননতন্ত্রে শ্রীবৃদ্ধি হোক
যা দিতে পারিনা উন্নত জীবের আমাদের।
একটা পেঁচা কর্কশ চাঁদ ঢাকা লাটপান্ছারের
কোনো ডালে।এই এতো এতো রাতে লাঠকুঠি
ডাকে আয় আয়!