পাকিস্তানের অন্যতম বড় জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান পাকিস্তান (টিটিপি) -এর প্রধান খালিদ হাক্কানি নিহত। আফগানিস্তানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ গিয়েছে এই জঙ্গি নেতার।
সম্প্রতি একটি বিবৃতি প্রকাশ করে একথা জানিয়েছে এই জঙ্গি সংগঠন। সেই বিবৃতিতে বলা হয়েছে, ৩১ জানুয়ারি নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে কাবুলের কাছে নিহত হয়েছে খালিদ হাক্কানি। খালিদের সহকারী সইফুল্লা পেশওয়ারিও নিহত হয়েছে। টিটিপির তরফে একথা জানানো হলেও এখনও আফগানিস্তান ও পাকিস্তান সেনার তরফে কিছু জানানো হয়নি।
সূত্রের খবর, খালিদের নেতৃত্বেই পাকিস্তান ও আফগানিস্তানে কাজ করত টিটিপি। শুধু এই দুই দেশে জঙ্গি কার্যকলাপ চালানো নয়, লস্কর, জইশ বা হিজবুলের মতো অন্যান্য জঙ্গি সংগঠনগুলোর সঙ্গেও যোগাযোগ ছিল তাদের। এই সংগঠনগুলোকে নানাভাবে সাহায্য করত তালিবান। ফলে হাক্কানি নিহত হওয়ায় তার প্রভাব অন্য সংগঠন গুলোতেও পড়বে বলে মনে হচ্ছে।
শ্রেয়সী কাঞ্জিলাল