• Uncategorized
  • 0

খবর আছে -তে অমর্ত্য বিশ্বাস

“দায়বদ্ধতার” আত্মপ্রকাশ

অমর্ত্য বিশ্বাস , বনগাঁ : সাহিত্য ও সংস্কৃতির শহর বনগাঁতে “দায়বদ্ধতা” নামে আত্মপ্রকাশ ঘটল আর এক সামাজিক সংস্থার । বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের জগদীশচন্দ্র ইন্দ্র সভাকক্ষে জন্মাষ্টমীর দিন সংগঠনটির আনুষ্ঠানিক সূচনা করা হয় । সংগঠনের সদস্যরা বলে তারা মানবিক বা সামাজিক , শিশু ও নারী কল্যাণ বিষয়ক বিভিন্ন কাজ কর্মের মধ্য দিয়ে নিজেদেরকে আত্মপ্রকাশ ঘটাবে । তারা আরও বলে প্রতিনিয়ত যে ভাবে সমাজে নারীদের উপর নির্যাতন ও অত্যাচার চলছে এবং শিশু শ্রমিকের হার যেভাবে দিন দিন বেড়েই চলেছে সেই দিকে খেয়াল রেখে আগামীতে তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে বনগাঁ শহরের বুকে একটি সামাজিক সংগঠন হিসেবে নিজেদের প্রকাশ ঘটাবে । এদিনের তাদের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনগাঁর বিশিষ্টজনেরা । পাশাপাশি তাদের এমন ভিন্ন উদ্যোগে খুশি বনগাঁর মানুষ ।

ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।