ক্যাফে কাব্য -তে পৌষালি চক্রবর্তী
লকডাউনের দিনলিপি
১
এমন অকালবৃষ্টিনত বিষণ্ণমেঘ
দীর্ঘ অপেক্ষায় থাকে জানলার কাঁচে।
দূরে দূরে সারিবাঁধা মোবাইল টাওয়ার
মেঘভার বুকের নীচে অলীক পাহাড়ি বাঁক
প্রিয়স্পর্শহীন আলগোছ জীবনে
অতিথি বার্তা আনে, ঠিক যেভাবে
বৃষ্টি ছুঁয়ে দিলে নেচে ওঠে
বোগেনভেলিয়া লতা
পথে পিছলায় নিয়ন আলো ।
কলিংবেলের দিকে উন্মুখ কান ।
ও মেঘ, ঘরে ঢুকে এসো
তোমার বিষাদের মাঝে বসি।
ও মেঘ, আমরা স্পর্শদোষের জীবন চাই।
তুমি ঠিক ঘরে ঢুকে এসো।
২
আজকাল আচম্বিতে দুপুর হয়ে ওঠে মধ্যযাম
সকাল এলিয়ে যায় প্রথম নিশীথে ।
এমন কালচক্রদোষে পড়ে
মনে আসে
কতদিন জলঝারি দেওয়া নেই বারান্দায় লতাগাছে
বেসিনের নীচে জমে আছে গাঢ় লাল
চায়ের লিকার।