কাব্য কথায় চন্দ্রাণী মিত্র
by
·
Published
· Updated
মানুষ হবার খেলায় …
মানুষ হবার খেলায় আবার হার মেনেছি আমি
ঝড়ের হাওয়া জানিয়ে গেলো ফেলনা আর দামী
জলের প্রবল উচ্ছাসে যেই ভাসলো এ জীবন
পর্দা উঠে সামনে এলো তোমার আমার মন ..
বড্ড সাদামাটা আমি , এ যুগে যে অচল
বুঝিয়ে দিলো ঝড়ের সে রাত জীবন কত বিফল
সব ঝড়েতে উড়ে যে যায় ফালতু যত কিছু
ঝড়ে যাদের ঘর উড়লো সরলো জগৎ পিছু
মরেছে কেউ পুড়েছে কেউ আমার তাতে কি
নেট ছিল না দুখী আমি লিখতে পারি নি..
কোলের ছেলে মাঠে ছিল ফিরলো না যার ঘরে
অচল সে তো আগেই ছিল ,কি লাভ ভেবে মরে ..
একটিবার ইচ্ছে করে সবাইকে আজ দেখি ..
আরো কত কঠিন হবো বুঝবো সবটা মেকি..
মাপের খেলায় বুদ্ধিমানের জয় হয় তো জানি
আবার ঝড় আসবে জানি
হিসেব বাকি মানি …