একদিন পেট্রোল এসে নেভাবে তোমাকে
আগুন, আগুন হয় না কখনো
ফোটে না তা র লেলিহান জিভ
যতক্ষণ না ইন্ধন থাকে আমি আলো থেকে অন্ধকারে
চলতে চলতে
দেখেছি
বিষল্লকরণীর আভা ,আমি সময়কে আড়মোড়া
ভাঙার যেই না সুযোগ দিয়েছি
অম্নি ঠগ খুনিআর হত্যাকারীএসে বলছে তফাত যাও …
তবু এই মরপৃথিবীতে প্রতিদিন একটি করে দেবশিশুর জন্ম হোক
একশো ফুলের বাগান হাজার নদীর কল্লোল
লক্ষ লক্ষ সরলবর্গীয় বৃক্ষের ভালোবাসা তাকে ছুয়ে যাক ,ভালোবেসে পাখি ও ময়ূর গান গাক
তোমার পায়ের ছাপ আলপনা হয়ে ফুটে উঠুক
পৃথিবীর বুকে…