সূর্যের তেজ বায়ুর গতি চন্দ্রের কিরণ
তোমার লড়াইয়ের এককণা
যদি ভর করতো আমাদের শরীরে
গ্রাম থেকে কীভাবে শহর ঘিরতে হয় তুমি ই শিখিয়েছো বাংলাভাষায়
আজ দুশো বছর বাদেও নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে
দলবেঁধে আমরা ভাবছি
দামোদরে নামব কি নামব না
ভাতের থালার সামনে বসলে এখানো গা গুলিয়ে
যায় যখন সেই চিত্র ভাসে চোখে
বিদেশে বিভূয়ে সতীর্থ কবিবর মাইকেল
অর্থহীন, একথা স্বত ই মনে আসে আর
চোখ জলে ভরে ওঠে
বিধবা বিবাহ এখনও সহস্র সূর্যের বিস্ফোরণ
এক নির্ভার ভাষার মধ্যে দিয়ে হাটতে হাটতে
যেসব মৃতদেহ গুলি দেখছি
তারা আস্তে আস্তে উঠে বসছে
লাঠি টিয়ার গ্যাস গুলির মধ্যে দিয়ে
আজ দুশো বছর বাদে
চারদিক থেকে চারটা মিছিল আসছে
আজ সবার গন্তব্য বীরসিংহপুর …