• Uncategorized
  • 0

কবিতায় হরেকৃষ্ণ দে 

অন্ধ রাতের দুয়ার খুলে

এ আমি কোথায় আছি কোথায় থাকি
বাতাস ছোটা ঘোড়ায় টানে
রিক্ত আকাশ পিছনে ফেলে
আমায় বুঝি মন টানে না আমার সাথে
আমার বিষে আমিই মরি আকাশ টুটে
এ আমি কোথায় ভাসি আমার জলে
মনের ফাঁসে মন ঝুলিয়ে দিব্যি মরি
পাপড়ি ছেঁড়া ফুলের ঘরে রাত টাঙানো ক্যালেণ্ডারে
তারিখ মুছি বিকেল হলে
এ আমি কেমন করে আমার ঘরের শিকল তুলি
আঙিনা জুড়ে নয়নতারা চক্ষু মুদে
শীতের পোশাক উলের ঘরে কাঁটায় বিঁধে
অঙ্গ ভেঙে উনুন জ্বালায় শীতল মনে
এ আমি কেমন আছি অন্ধ রাতের দুয়ার খুলে…
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।