কবিতায় হরেকৃষ্ণ দে by TechTouchTalk Admin · Published February 12, 2020 · Updated February 12, 2020 অন্ধ রাতের দুয়ার খুলে এ আমি কোথায় আছি কোথায় থাকি বাতাস ছোটা ঘোড়ায় টানে রিক্ত আকাশ পিছনে ফেলে আমায় বুঝি মন টানে না আমার সাথে আমার বিষে আমিই মরি আকাশ টুটে এ আমি কোথায় ভাসি আমার জলে মনের ফাঁসে মন ঝুলিয়ে দিব্যি মরি পাপড়ি ছেঁড়া ফুলের ঘরে রাত টাঙানো ক্যালেণ্ডারে তারিখ মুছি বিকেল হলে এ আমি কেমন করে আমার ঘরের শিকল তুলি আঙিনা জুড়ে নয়নতারা চক্ষু মুদে শীতের পোশাক উলের ঘরে কাঁটায় বিঁধে অঙ্গ ভেঙে উনুন জ্বালায় শীতল মনে এ আমি কেমন আছি অন্ধ রাতের দুয়ার খুলে… ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুনSpread the love
0 || অণুগল্প ১-বৈশাখে || বিশেষ সংখ্যায় সপ্তর্ষি গাঙ্গুলী April 15, 2021 by · Published April 15, 2021