কবিতায় স্বপ্ননীল রুদ্র
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
সফেদ লাভার স্রোত
দেখিনি এমন মগ্ন মিস্ত্রি আমি দেখিনি গো হালে
যদিনা সুদূর উত্তরের আকাশে সফেদ রঙ
ঢালতে ঢালতে, অতিকায় তুলি টানতে টানতে
ভিজে চুপসে একশা হয়ে পিছুদৌড় দৌড়ে দৌড়ে
না আসত বাতাসের নাবাল জমির আল ধরে
আমি তো দেখাই পেতামনা গো রঙের এমন চাষ
শুভ্রতা এমন ফেটে গিয়ে সফেদ লাভার স্রোতে
তুলি ঠেকিয়ে ইচ্ছেমতন ধারাপথ গড়া দেখতে…
ধবধবে, আরওধবধবেহয়েউত্তরআকাশযেন
কাগজেরকলথেকেসদ্যউৎপাদিতবড়পৃষ্ঠা–
ব্রিজেদাঁড়ানোআমাকেরঙেচুবিয়েদক্ষিণেদৌড়ে
চলেযাচ্ছেমগ্নরঙ-মিস্ত্রি; ভাসতেথাকাপৃষ্ঠায়
আমিকিলিখবনালিখবভেবেইকূলপাচ্ছিনা…