কবিতায় সৌম্যদীপ চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
নাম জানি না
প্রথম-ভালোলাগা মানে,হোয়াটস্অ্যাপ-এ পিং,
ভালোবাসা যে সকালের ফার্স্ট রিং।
অপেক্ষা তে নেই ঘুম-চোখ রাত,
অপেক্ষাই যে গড়িয়াহাট ফুটপাত।
ভালোলাগা,কলেজ ক্যান্টিন,
ভা্লোবাসা;সে-তো ভ্যালেন্টাইন দিন।
বিরহেতে তুমিই লালনসাঁই;
বিরহ মাঝে শুধু তোমাকেই চাই।
ভালোলাগা,সে যে,ন্যাশানাল লাইবেরি,
ভা্লোবাসা মানে,তুমি খুব দরকারী।
সম্পর্ক তো আলত ঝগড়া ভুল,
সম্পর্ক হ’ক চ্যাপ্টা গোলপ ফুল।
পরিণত হ’লে বিবাহ-বৌভাত;
পরিণতি যে হানিমুন-আহ্লাদ,
সেই,ভালোলাগাই,তেপান্তরের দেশ,
আর,ভা্লোবাসা, শুধুই অভ্যেস।
শেষে,ভালোলাগা,সে-যে,গোলাপী এক রং,
ভা্লোবাসা! যে ,অং-বং-চং।
বিচ্ছেদ সে-তো,ছুটির ইলশেগুঁড়ি,
বিচ্ছেদ শুধু সেমিকোলন আর দাড়ি।