কবিতায় সৌমিত্র চক্রবর্তী
যাচ্ছে বছর আসছে বছর
একটা বছর গেল
দিয়ে গেল হুড়ো,
আমি তো ইয়ং হলাম
তুমি হলে বুড়ো।
বছরের গায়ে গায়ে
বারোমেসে আঁশ
কেউ বস হাসি দেয়
কেউ দেয় বাঁশ।
আসে যায় গুলি খায়
বছরের সার
তেলামাথা তেল খায়
খড়িওঠা ঝাড়।
কেউ ওঠে, বেশিরাই
কেবলই নামে
তবু আশা কি আছে
নতুনের খামে!
আশাতেই বাঁচে চাষা
আশায় মানুষ
আশাতেই ওড়ে নিউ
ইয়ার ফানুস।
ভালো থেকো ভালো কর
বিশশো বিশ
আজ কাল ভুলে থাকো
আমরা ফুলিশ।