কবিতায় সৌমিত্র চক্রবর্তী
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
ভালবাসা আমার ভালবাসা
অজান্তেই কখন ভালবেসে ফেলি-
ভালবেসে যাই মাটির স্তন,
হানাদার রোদ্দুর, পানপাত্রে তুফান।
ভালবেসে ফেলি একান্তের মিস্টি গন্ধ…
তাফালের শিখাতেও মিস্টি ছোঁয়া!
সেই কোন শিশুকালেই
একে একে করেছি বিসর্জন
যজ্ঞপবীতে মোড়া ব্রাহ্মণ্য অহংকার
জাত, ধর্ম, বর্ণঅভিমান।
স্বভাবশামুক মাণবক মন
আর শঙ্কুবিদ্ধ অনুভব সঙ্গিনী আমার,
পায়ে পায়ে হেঁটে যাই ভালবাসা মুখে
নাচিৎকৃত বোধ জোড়া দিনমান।
ভালবাসা আমার অঘ্রাণের ধান-
সদ্য দোয়ানো দুধের সুবাস-
একান্ত শরীরে নিশ্চিন্ত আশ্রয়-
ভালবাসা আমার মাতঙ্গ মিছিলে
পঙ্গু মানুষের সারিসারি মুখ।