বাঁকুড়া জেলাতেই জন্ম এবং বসবাস। বর্তমানে ইংরেজি বিষয়ে এম.এ. পাঠরতা। ছোটবেলা থেকেই কবিতা পড়তে ও শুনতে ভালোবাসি। লেখালেখির হাতেখড়ি প্রায় কলেজ জীবনের শেষ দিকে। শিল্পকলায় বিশেষ আগ্রহী। নিজজন্মস্থানে প্রিয় মানুষ শিল্পী সমরেন্দ্রনাথ মিশ্রের সান্নিধ্যে মূলত খড়কেন্দ্রীক শিল্প কর্মে কিছুটা পাঠগ্রহণ করেছি।
তাছাড়া যে কোনো চারুকলাতেই বিশেষ আগ্রহী।
রূপকথা
১.
চারটে দেওয়াল ঘিরে স্বপ্ন গুছিয়ে রাখা মানুষগুলোর
একে অপরের চাওয়া পাওয়ার কাছে দাঁড়াতে দাঁড়াতেই
নুয়ে পড়ে একটা গোটা জীবন।
ঘুমপাড়ানি গানে সন্ধ্যা নেমে আসে উপত্যকা জুড়ে
তবুও তারা যেন কিসের টানে পালিয়ে যেতে পারে না।
২.
কতোকাল পেরিয়ে গেল
একা একা হেঁটে যায় আমৃত্যু বেলা…
কথা দিচ্ছি গুছিয়ে নেবো
আমাদের যাবতীয় সম্পর্কের ঘুনধরা আসবাব _
” একজীবনে সবকিছু গোছানো যায় না রে রিমি !
প্রয়োজন মাপতে মাপতেই
তীক্ষ্ম শিরদাড়া বেয়ে ফসকে যায় একরত্তি জীবন “…
তবুও কোনো এক শীতকাল ঘিরে
উষ্ণ কথাদের ভিড়ে আবার জন্মাবো আমারা
কথা দিলাম