কবিতায় সোনালি
আলো
আমি বাংলা দেশের মেয়ে।
না, নতুন দেশ বাংলাদেশের নয়
বাংলা ভাষার দেশের। এখন আমার ভূখণ্ড শুধু রাঢ় বঙ্গটুকু নিয়ে।
আমার বাংলা দু টুকরো করে রেখে গেল
সাদা চামড়ার হাতে হাত ধরে কিছু লোভী মানুষ
তাই সাদা চামড়ার মানুষের প্রতি আমার অনেক বিদ্বেষ।
লুকিয়ে রাখি তাকে সভ্যতার মুখোশ পড়িয়ে।
তবু আমার বুকের মধ্যে বাজে
চাবুক আর বুটের ঠোক্কর
” ডার্টি নিগার!!! “
আমার গায়ের রঙ কালো
আমার কবি প্রায় দুশো বছর আগে মানবসভ্যতাকে আফ্রিকার কালো মা আর তার সন্তানের কাছে নতজানু হয়ে ক্ষমা চাইতে বলেছিলেন।
আজ সাদা পুলিশ জানু দিয়ে গলা পিশে রাস্তায় ফেলে মারছে আমায়
আমার গায়ের রঙ কালো
ওরা ” ত্বচা” কে সাদা করার অজস্র ক্রিম বানাচ্ছে আমার জন্য
ওরা কালো মেয়েকে বিবাহ সাগর পার করাতে আমার ওজনে সোনা চায়
ওরা দয়া করে ঘর করতে নিয়ে গিয়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে মারে আমায়
আর পর্দায় নগ্ন চেহারা দেখে সিটি মেরে বলে ব্ল্যাক বিউটি
যেমন কৃষ্ণাঙ্গ দ্রৌপদীর শাড়ি খুলতে খুলতে বলেছিল