জন্মঃ ১০ই এপ্রিল, ১৯৭৯। কয়লাখনি অঞ্চলে বড় হওয়া। লেখালেখি শুরু কলেজ জীবন থেকে । পাশাপাশি নাটক ইত্যাদিতে অভিনয়ে সমান আগ্রহ। বর্তমানে কয়লাখনিতেই কর্মরত। স্থানীয় কয়েকটি পত্রিকায় ও ই ম্যাগাজিনে লেখা ছাপা হয়েছে।
রিয়েল ড্রামা
ড্রপসিনে আটকে থাকা দৃশ্যান্তরে জীবন বৃত্তান্ত
আস্তে আস্তে নিভতে থাকা আলোয়
তৈরী থাকার ইঙ্গিত
সাইড উইংসে প্রবেশ নানা চরিত্রের
মিড স্টেজের একলা অালোয় একা মাইক
আড়ালে থাকা প্রম্পটার পাতা ওল্টায়
অলকেচারে দীর্ঘশ্বাস স্পষ্ট
আত্মসংলাপে গভীরতর আবহসংগীত
আলোকসম্পাতে ভোর, সকাল, সন্ধ্যে, রাত
চোখে দেখা সত্যি খোঁজে দর্শক
সময় চলে নিজের গতিতে
যবনিকায় থামে
ড্রপসিনের ওধারে তখন তুমুল ব্যস্ততা
শুরু হবে পরের নাটক…