কবিতায় সুব্রত বেরা
by
TechTouchTalk Admin
·
Published
· Updated
কবি!কলম ধরো
কবি ক্লান্ত,কবিয়ালের সুর নেই!
ভিড় করা শব্দগুলো প্রকান্ড পাঁচিলে শুকোয়;
ছাতা ধরার মতো কেউ নেই!
শিরা উপশিরা ঘিরে ধরেছে ওদের,
তবুও অক্সিজেনসরবরাহ কই।
সিক্ত বালুচরী রাঙা শাড়ীটা কে নিল তুলে? ’জবাব চাই ,জবাব দাও…জবাব চাই,জাবা…ব.. দাওও!
ক্লান্ত শব্দ স্তব্ধ হচ্ছে ভুলে!
দু দিন পর…
বিজনে কুঁজবনে পড়ে
ধুলোয় কলঙ্কভরা রক্তাক্ত শাড়ীটা কাঁদছে..!
কান পেতে ক্লান্ত–স্তব্ধ শব্দরা শুনছে.
আর বলছে, ’ওহে কবি,ওহে কবিয়াল,জেগে উঠ .. শোনো বন্ধু! শোনো কানপেতে
ধরো কলম, তোলো বিদ্রোহের সুর..আসছে ক্রান্তিকাল!
ধমনীর গাত্রে রক্ত ছোটাও…
দানবের বুকে ত্রিশূল ফোটাও!
গায়ের সোনার মেয়েটা গড়ুক তার খেলাঘর!!