• Uncategorized
  • 0

কবিতায় সুখেন্দু দাস

লেখালেখি করছেন । ছবি আঁকতে ভালবাসেন। বর্তমানে অনুবাদ-চর্চা ও বাংলা পার্টিশন বিষয়ক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন। একাধিক অনুবাদকদের সাক্ষাৎকার নিয়েছেন যা 'অনুবাদ পত্রিকা'য় প্রকাশিত হয়েছে।

১। ঘরে ফেরার টান

এই মাঠে
এই ঘাটে
এই ঘরে
এখনো রয়েছে আমাদের পদচিহ্ন
এখনও আমাদের পরিচিত একজন
অপেক্ষায় দিন গোনে
দিন-গোনে ফিরে আসবার
ফিরে না-আসার মুহূর্তেরা
কালো মেঘের মতোই
চাপা নিঃশ্বাস নিয়ে
গুমরে গুমরে ওঠে
কখনো-বা গর্জে ওঠে :
ব্যাথাহত আশার ছলনায়
তবু-তো
সুদূরের চোখ পড়ে থাকেই শুধু
আমিনুল ভাই
এবারের ঈদে মুর্শিদাবাদে
দেখা হবে নাকো
বীরবল দাদা
ধুবড়ীর দশহরায়
অপেক্ষা করো না যেন
বন্ধু ঋষিরায়
শ্রীরামপুরে জগন্নাথের রথের দড়িটা
এবারে আর ধরা হবে না
সুজয়ের মাইমা-রা
হয়ত নবমীর দুর্গাপুজোয় এবারে
আসা হবে না কোলকাতায়
বড় মাসি-মেসোর
চন্দননগরের জগদ্ধাত্রী দেখার শেষ-আশা
বুঝি পূর্ণ হবে না আর
তোমরা ভালো থেকো সবাই
সুস্থ থেকো সবাই
ফিরবার দিনগুলো
হিংস্র বাঘের মতো
থাবা উচিয়ে না-হয় বসে থাকুক
না-হয় মাইলের পর মাইল
চলতে থাকি
চলতেই থাকি
না-হয় আমার বন্ধু-সহযাত্রীরা
উবু হয়ে পড়ে থাকুক
রেলে
ব্রিজে
হাই-রোডে
কিমবা
ঘরের কোণে একলা
যারা ফিরে আসবে ঘরে
তাদের যন্ত্রণা ভরা দিনগুলো
ভাইরাসে ঘেরা হাঁপানির টানের মতো
না-হয় অটুট হয়ে থাকুক স্মৃতিতে :
তারপর
গল্প-কথা-কাহিনী হয়ে
ক্যথারসিস আনুক লেখকের হাতে
বাচকের মুখে
পাঠকের বুকে
ঘাতকের সুখে
অথবা
শ্রমিকের দুখে
শুধু আপনারা থাকুন ভালো
সুস্থ থাকুন সবাই …

 

২। আমি মানুষ

ভাঙা চিমনির মতো তারা শুয়েছিলে
রাতের আঁধারে, ভেজা নিস্তরঙ্গ দেহ নিয়ে
খোলা মাঠে, মুক্ত আকাশে,
সহস্র তরঙ্গের মাঝে
ডুবেছিল মানবতা,
ভেসেছিল মানবতা,
খুন হয়েছিল মানবিক দেহ !
ঝড় থেমে গেছে একদিন
ঝড় থেমে যাবে একদিন
তবুও পড়ে থাকবে এই দেহ
মানবিক দেহ !
এই দেহের মধ্যেই জন্ম নেবে
স্থায়ী প্রতিবাদী চেতনা,
স্থবির অথচ জঙ্গম,
বুঝবে তারা
বাঁচবার তাগিদ
বাঁচানোর তাগিদ,
সেদিন হয়ত জয় হবে :
জনগণের
সাধারণতন্ত্রের
প্রজাতন্ত্রের
গণতন্ত্রের !
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

কপি করার অনুমতি নেই।