সহকারী অধ্যাপক ও
বিভাগীয় প্রধান, ব্যবস্থাপনা বিভাগ
ডুলাহাজারা কলেজ,
চকরিয়া, কক্সবাজার।
সাবেক সভাপতি বন্ধুসভা, চকরিয়া।
নির্বাহী সদস্য
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম।
প্রাচীরহীন সীমানা
কি জানি কোন বাঁকে দেখবো তোমায়
রাস্তায় করোনা শক্ত হাতে পথ আটকায়
এক শহরে, এক- একই এলাকায়,
এক কানা গলিতেই অবস্থান
তবুও কত দূর! দূর সীমানায়!
আগের মতই ছুটে পৌঁছনো যায়
গলির মেখে দাড়িঁয়ে
ফোনে ডেকে নেওয়া যায়।
তাতে দু’টো ভয়, প্রথমতঃ
হয়তো চিরতরে হারাতে হবে
নয়তো তুমি হারাবে আমায়।
অতঃপর দূরে থেকেই কাছে পাই
চোখ মুদে, হৃদয়ে দিয়ে ছুঁয়ে
চোখ খুললে যদিও নাই।
তাও ভালো মহামারি শেষে
আবার একই রিক্সায়
পাশাপাশি ঘেঁসে
শরীরের ঘ্রানে
পাগলা হাওয়ার ঝাপটায়
সতেজ হব
এই আশায়,
এই সীমানা প্রাচীরহীন সীমারেখায়।