• Uncategorized
  • 0

কবিতায় সায়নী ব্যানার্জী

আবার

থমকে যাওয়া জীবনগুলো
লকডাউনের তিলক আঁকে,
“ ভাল্লাগেনা” কথার ভিড়
শহরে জমেছে অনেক আগে l
সহজ পাওয়ায় শান্তি নেই,
উপচে যেত বিরক্তি দিন-
অসন্তোষের বক্ষ চিরে
ভালো না লাগার পরের দিন l
ভালো থাকা সহজ হলেও
কঠিন রাস্তা সবার প্রিয়,
কঠিনের যেটা অল্প সহজ
সেই ঠিকানা সঙ্গে নিও l
বন্দি এখন লক্ষ জীবন,
হিসাব শিখছে হাতের কর,
ডাল ভাতের দু এক দানা
সন্তোষ ভরায় হাজার ঘর l
কতটা প্রাপ্তি, কতটা শান্তি
মূল্য জানো ভালো থাকার-
“ভাল্লাগেনা” বলার চেয়ে
শহর ভালো থাকুক আবার ll
ফেসবুক দিয়ে আপনার মন্তব্য করুন
Spread the love

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *