সুখের ফেরিওয়ালা
প্রতিদিন মৃত্যু হয় একদল নীল পাখির,
ওরা স্বপ্ন রঙা পাখি !
আমি মৃত্যু দেখেছি,প্রতিদিন দেখি
একদল স্বপ্ন অর্থাভাবে গুমরে গুমরে মরে।
আমি হারিয়ে যেতে দেখেছি অবকাশকে,
হাড়ভাঙা খাটুনির মরুতে।
তবু ওদের ফিরতে দেখিনি,
কোনোদিন দুচোখ আবার নীলচে পাখিগুলো খোঁজেনি,
স্বপ্নগুলো বাঁচতে দেখেনি,
অবকাশগুলো ফিরে পেতে দেখেনি।
আমি আমার আমিকে কখনো এই স্বার্থের মরুতে খুঁজে পাইনি,
আমার আকাশ একখন্ড মেঘকে কখনো ছুঁয়ে দেখেনি,
তবু আমি স্বপ্ন ফেরি করি,
ক্লান্ত পরিশ্রান্ত আমি আর্তনাদ করে বলি,
– সুখ নেবে গো, সুখ!
তোমার পাষন্ড হৃদয় আমার সুখটুকু নিয়ে ঘর বাঁধুক,
আমি ওই সামান্য কটা পুঁজি নিয়ে নাহয় স্বপ্নরঙা পাখিগুলোকে বাঁচাবো!