সক্কাল সক্কাল ঝুড়ি মাথায় করে
পথে বেরিয়েছি, ধম্ম বেচতে।
বাবা বলেছে, ধম্মের নাকি অনেক ভেলু
দাম অনেক বাজারেতে,
জাত- ধম্মের বহর এতোই ভারী
তাই দেশে দিশে যুদ্ব সাজে সব রাজাতে।
আমি তো বাপু দুটো ভিজে ভাতের সাথে
এট্টু কাঁচা তেল আর নুন খাবো বলেই
ধম্ম নিয়ে হাটে বসেছি,
সব বেচে যদি লম্ফ আলোয় দুটো ভাত জোটে।
ভাতের দাম কেই বা বোঝে
হেথা জাত-ধরমের দাম যে বেশী,
কম্মে কম ধম্মে চেনে
শুধু শ্লোগান ডাকের রেশারেশি।
শুনেছি ধম্ম নাকি মানুষ চেনায়
হও না তুমি সাদা বা কালো
মন্দ কি না খাঁটি মানুষ, জানব যদি
হয় তোমার জাত টা ভালো।
জাত ধম্মই খিদে মেটায়,
কি হবে আর কম্মতে?
ভাতের জন্য মানুষ মরে
রাজা, সে পড়ে তবুও জাত-ধম্মেতে।
ডিগ্রী চেয়ে জাত অনেক বড়ো,
সেই কথা কি তুমি জানো?
বাঁচতে চাও?
তবে মিছিল আঁকো, ধম্ম নামের লাঙল টানো।