বুড়ো শিবতলা পার হয়ে
কোনোদিন এলে,
একটা গ্রামীণ হাট পাবে, তার পাশে
মসজিদ, মুদির দোকান, একটু এগিয়ে যেও,
দেখবে, একটা রাস্তা সোজা চলে গেছে
এটা রাস্তা নয় ।
যাকে রাস্তা ভাবে লোকে, তা আসলে নদী ।
এ নদীতে ডুবে মরেছিল ছিন্নগঙ্গা ।
এলে, দেখে যেও নদীর ভীষণ রূপ ।
সম্পর্ক
যে সকল রাতে মাস্টারবেট করি না,
সেই সব রাতগুলি অমরাবতীর ।
সকলেই জানে, অমরাবতীর থেকে, দূরে,
থাকি আমি । লোকে একে জাহান্নম বলে ।
এই জাহান্নমে, উকিল, দারোগা আছে ।
সরকারি নেতা, বিরোধী দলের নেতা, ঘুষখোর
কর্মচারি, ব্যবসায়ী, আইবুড়ো বেশ্যা
সকলেই আছে । শনিতলা, হনুমান মন্দির, শ্মশান,
পাশাপাশি রয়েছে । কবরস্থান থেকে
একটু এগিয়ে গেলে প্রাইমারি স্কুল, মসজিদ ।
এই জাহান্নমে আমি থাকি ।
তুমি থাক অমরাবতীর এক আলোকিত ঘরে,
যেখানে আমার কথা পৌঁছায় না । এই
মাস্টারবেট করার কথাও না ।
গণচাহিদা
বোনের শরীর কাল এঁটো করে গেছে
যারা, তারা আজ ভোট চাইতে এসেছে !
কাল ছিল পিস্তলের নল,
আজ শুধু ভিক্ষুকের ঝুলি !
আমার বেকার বাবা, অসুস্থ মা, বোন,
সকলে করেছি ঠিক, ও পথে যাব না !
ভোট নয়, আমরা চাইছি,
সদর দপ্তর নয়, আদালত নয়,
গণবণ্টনের মত চিরক্ষমতাকে
ভাগ করা হোক আজ ধুলির আকাশে !